Thursday, August 23, 2018

ঝরাপাতা

ও ঝরাপাতা , ঝরে গেছ !
ছিল কালও, সাথে
ছুঁয়েছিলে , হাত ছিল হাতে ।
আজ ছেড়ে গেছ ।

ও ঝরাপাতা , ঝরে গেছ !

বসন্ত বেলায় এসেছিলে কাছে ,
শরতে ছেড়ে গেছ ।
বৈশাখী ঝড়ে সাথে ছিল,
শ্রাবণের রাতেও বলেছিলে -
ভালোবাসি ।
সেই হাসি - মনে রেখে দেব।
তবু চাইলে হাত ছেড়ে দেব ।

ও ঝরাপাতা, ঝরে যেতে দেব ।

No comments:

Post a Comment