Wednesday, August 11, 2021

The Time Capsule


By Aharshi Roy

10 Years, 5th Standard

##################


“Juni, Abhi “ – called their mother.

“Yes Mom” – They replied.

“You will be going to your uncle Roy’s home today, as me and your dad are going for a business trip to US “ – replied their mother.

“But Mom, why can’t we go to Didan-Dadan’s place ?” – Juni asked, Abhi nodded.

“They are getting older Juni , can’t take care of you for a month or so and anyway no arguments we had already informed your uncle and he is on his way “.

“Busniness trip for a month ?” – Abhi exclaimed.

“Yes! I already packed your bags and uncle will reach anytime”- Mom responded.

Suddenly they heard sound of a car in front of their home and it is no one other than Dr. Roy , to them Uncle Roy

“Juni, Abhi “- They heard voice of their favourite uncle, Uncle Roy.

They were getting dressed up and soon they are on their way. They said bye to their parents, kissed them and enter the car.

Dr. Roy is a scientist who is famous for his inventions. They were sad but also excited to spend time with Uncle Roy.

“Are you inventing anything new now “ – They asked as soon as they entered the car.

“Yes, actually I am almost done with it, only fine tuning is pending?” – He responded.

“What is it ?” – Both of them asked with excitement.

“You will get to know when time comes.” 

When they reached, Abhi & Juni shout out – “where is the invention, we want to see it now.”

“Wait. I will tell you what it is and also show you, but not before it is done.”

They changed and spent time reading books, then had lunch. They come here frequently as Uncle Roy love kids and know most of the neighbourhood kids. They went out to play with them in the afternoon.

They spent time watching cartoons in evening, but their mind was thinking about new invention.

Abhi thought of asking again during dinner, but Juni asked him not to ask. They were waiting for Uncle Roy to tell them. 

Uncle Roy’s library is an amazing place and they start reading different books post dinner till the time uncle called them to go to bed. Days went by, weeks passed by, still no word from Uncle Roy about the invention. They were getting impatient now. They asked him finally “ it’s still not ready?”

“Be patient” – he replied. 

Like this another week passed but Uncle Roy didn’t tell them anything.

One day when they were having their breakfast Uncle Roy came to them and waited till they are done. Then he asked them to come with him and they went to his lab, he then said – “The invention is ready “.

They got super excited –“What is it ?”

“Time Capsule.”

“Time Capsule? ” – Now they are upset. “Why did you invent something which was made long before ?”

“What do you mean?” – Uncle Roy exclaimed.

“We know what is Time Capsule, it’s a quite big capsule like container where you put some of your belonging and the people in the future and see it.”

“No No, this is not that Time Capsule !” – he responded. “This is a pill which will enable you to time travel. “

“Wow, amazing!! We want to go for Time Travel!!” – Both of them jumped out in excitement.

Uncle Roy then explained - “ This is the machine, you have to sit in those chairs and this is Master computer where you have to enter the Time and the Place you want to travel. There is a GPS system in the computer which will take you to your location.”

“And what about the capsules “ – Both of them asked.

“These are the 2 capsule, Green & Orange colour. Green one is for going to the Past and Orange one for coming back to present. But you have to come within one hour, otherwise Orange capsule won’t work.”

“Okay” – They said.

“But I suggest You guys comeback within 30 minutes so that you have enough time and no need to hurry.”

“Yes Uncle, we will do that “ – Juni replied.

“So all set, tell me the time & place you want to visit”

Juni and Abhi discussed for a minute already shout out together , “Rome, at the Colloseum, where gladiators are fighting, When Julius Caesar was ruling. “

“Okay, so around 60 B.C. is the time and place is Colloseum. I had fed the GPS. Now go and sit there and take Green Capsules.”

They did as Uncle Roy told, after taking the capsule they felt that their vision is hazy and then dark suddenly they found themselves in Colloseum and their vision in clear now. They saw many gladiators fighting and crowd cheering. It was very scary. One person put his sword through other person and then took out.

They were very scared and thought they should go back right now. When they are just about to take the orange capsules 2 soldiers came, looking at their clothes one of them asked- 

“Who are you? Where are you from?”

“Must be spies of other Kingdom!” –other replied.

“We are just kids”, both of them cried out.

But they didn’t listen, pulled them and took them to King. King was busy watching fight so asked soldiers to put them in Jail for time being. While soldiers were pulling them, both of them lost their orange capsules. They started praying to them but they didn’t listen, put them in jail. 

By the time 30 minutes was over and Uncle Roy was getting tensed. 

Juni & Abhi becoming more afraid, praying soldiers to take them to the place where they lost their capsules but in vain. 45 minutes passed, now they lost all their hopes and started crying.

Meanwhile Uncle Roy checked his watch and saw that it is past 50 minutes, “why the kids are not back?”

He checked their location and found that they are in jail so he entered the location in computer and took Green Pill. He reached inside the same jail and found Juni & Abhi crying, they ran to him and hugged him. By now guards had seen him and was in shock.

“they must be evils, that explains how the third person appeared from nowhere “ They came running and start unlocking. 

Uncle Roy took 2 Orange capsules out from his pocket and ask them to take immediately and they did so. By the time guards entered all of them were gone.

Three of them reached home, clock showing time as 57 minutes.

“Huh, Just in time” – Uncle Roy said.

Juni & Abhi felt relief. After staying silent for few moment they asked Uncle Roy – “ How did you get our capsules ? did you find it in Colloseum ?”

“I always have spare capsules for this type of situation, I called them Magic Pill, you can copy properties of any other capsule in it. “

Abhi & Juni hugged Uncle for saving them.

With a smile he said, “Just 15 minutes back I got a message from your Mom. Their business meeting was over earlier than expected so they preponed their trip and coming back in 2 days.”

“Hurray” – Both of them jumped in joy.

“But no need to tell them about your Time Travel adventure. They will get tensed, I will tell them when time comes.”

“We promise not to tell anything “ – Both responded.

Next 2 days they spent thinking about their Time Travel Adventure and packed their bag. Next day while they were having breakfast heard the honk of his father’s car.  

They heard voice of Mom ,” Juni, Abhi , time to go home. “ 

They ran to her and kissed and hugged her. 

Father took their bags, they hugged him and said “Good Bye Uncle Roy”






Wednesday, October 28, 2020

কানুকার কেরামতি

বাড়িতে ছুটিতে বসে আছি, পুরোনো বই এর তাক পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে এল পুরোনো এক অ্যালবাম , সাদা-কালো ছবিতে ঠাসা | সেটার মধ্যেই এই ছবিটা খুঁজে পেলাম, ছবিটা পুরোনো ফ্যামিলি পোর্ট্রেট , তবে ফ্যামিলি বলতে তখন শুধু বাবা-মা-দাদা-কাকা ছিল না , পাড়াতুতো কাকা-মাসি-পিসি রাও এর অংশ ছিল | আর এই ছবির পেছনের সারিতে দাঁড়িয়ে আমাদের প্রিয় কানুকা , করুণা চরণ বিশ্বাস, ডাকনাম কানু , আমরা কানুকাকা না বলে কানুকা বলতাম | কানুকার কথা মনে পড়াতে অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি এসে গেল , মানুষটাই তো সেরকম |

কানুকা ছিল আমাদের পাড়ার ক্লাব আমড়াতলা স্পোর্টিং এর প্রাণ | ক্রিকেট, ফুটবল যেকোনো ম্যাচ হলে সবার আগে তার ডাক পড়ত | না মানে সে যে ভালো খেলোয়াড় ছিল তা নয় , টুর্নামেন্ট কেন ফ্রেন্ডলি ম্যাচ এর টীম ও সে সুযোগ পেতনা | যদিও নিয়ম করে প্র্যাক্টিসে রোজ আসত | সুযোগ পেতনা বলে তার অভিযোগ ও ছিল না , তবু ক্লাবের খেলা থাকলে তার চাহিদা সবচেয়ে বেশি, সে হল পয়লা নম্বর সমর্থক ক্লাবের, শুধু চিৎকার করেই যে কত ম্যাচ জিতিয়ে দিয়েছে তার ইয়াত্তা নেই | সেবারে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনালের আগে পাটকাবাড়ি আমরাকজন দলের খেলোয়াড়রা আমাদের সেরা বোলার নিতাইয়ের আউটসুইং এর চেয়েও কানুকার চিৎকার নিয়েই বেশি চিন্তিত ছিল| এমনকি তার আগের বছরের ফুটবল শিল্ড ফাইনালে আমাদের প্রতিপক্ষ কুমারপাড়া আমাদের সেন্টার ফরওয়ার্ড হরির চেয়ে কানুকাকে নিয়েই বেশির ভাগ সময় আলোচনা করেছিল ওদের টিম মিটিংয়ে | 

সেসব কথা থাক, আসল গল্পে আসি, এহেন কানুকা ও চুপ মেরে গেল সেদিন খেলার শুরুতে, তাও আবার শিল্ড ফাইনাল | ওহ মাঝখান থেকে শুরু করলাম বলে আপনারা ঠিক ধরতে পারছেনা না ! ঠিক আছে গোড়া থেকেই গল্পটা বলি | 


তারক ব্রহ্ম ভট্টাচার্য আমাদের গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন | আগের মতো জমিদারী না থাকলেও সবাই তাকে শ্রদ্ধা করত, পাটের ব্যবসাতে পয়সা ও করেছিলেন খুব | তবে মানুষটাও ছিলেন উদার মনের , সবার দরকারে এগিয়ে আসতেন, সাহায্য করতেন | আমাদের আমড়াতলা স্পোর্টিং ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষকও তিনি , ব্যাট লাগলে ব্যাট , বল লাগলে বল, জার্সি , বুট সব কিছুরই যোগানদার তিনি | সেই তারক বাবুর ছেলের বিয়ের বৌভাত ছিল সেদিন | পরের দিন শিল্ড ফাইনাল | তাই আমাদের কোচ পুলক স্যার সব খেলোয়াড় কে বলেছেন একটু সামলে খেতে , কিন্তু আমাদের সেন্টার ব্যাক জগাই চিরকালই পেটুক | সেদিন প্রতিযোগিতা করে ৫৭ পিস খাশির মাংস আর ৬১ খানা রসগোল্লা খেয়েছে | ওর সাথে পাল্লা দিচ্ছিলো আরও কয়েকজন , কিন্তু তাদের গোহারা হারিয়ে দিয়েছে জগাই | কিন্তু তার ফল পেল হাতেনাতে | সারা রাত্তিরটা তাকে বাথরুমেই কাটাতে হল | সকালে নীলু ডাক্তারের ওষুধ খেয়ে তার বহির্গমনের পথে কিঞ্চিৎ বাধা পড়ল | সে উঠে বসতে পুলক স্যার নীলু ডাক্তারকে কে জিজ্ঞেস করলেন -

- " বিকেলের মধ্যে সুস্থ হয়ে যাবে তো ! খেলা আছে ?"

ডাক্তারবাবু কড়া দৃষ্টিতে তাকালেন পুলক স্যার এর দিকে :

- " আপনারা এখন খেলার কথা বলছেন কি করে ? ছেলেটাকে মারবেন নাকি ? ও ২ মিনিট হাঁটলেই মাথা ঘুরে পরে যাবে ! আজ খালি বাৰ্লি খেয়ে শুয়ে থাকুক , কাল থেকে পাতলা করে ঝোল ভাত খেতে পারে , ৩ দিন সম্পূর্ণ বিশ্রাম |"

সুতরাং জগাই দলের বাইরে |

 শুধু জগাই একা হলে একটা কথা ছিল, ওর সাথে পাল্লা দিতে গিয়ে আরও জানা চারেক আজ কাহিল , তারা উঠে বসতে পারলেও দৌড়োতে পারবে বলে মনে হচ্ছেনা | মরার উপর খাড়ার ঘা পড়ল যখন তারকবাবুকে স্টেশন মাস্টার জানালো যে একটা মালগাড়ি বেলাইন হয়ে পড়াতে আজকের আপ ট্রেন আসতে দেরি হবে | আমাদের জানা তিনেক খেলোয়াড় কলকাতার কলেজে পড়ে , তারা সকালের এই ট্রেনে ফিরবে বলেছিল , কিন্তু তারাও এবার অনিশ্চিত | এদিকে খেলার সময় ক্রমশ এগিয়ে আসছে | বারবার স্টেশনে লোক পাঠাচ্ছেন তারক বাবু আর অস্থির ভাবে পায়চারি করছেন | তার বাবার নামে এই শিল্ড তিনিই চালু করেছেন , আর এ যাবৎ সব বারই জিতেছে আমাদের ক্লাব | শেষবার লোকজন এসে জানালো যে ট্রেন এর আশা না করা ই ভালো, অন্তত ৩ ঘন্টা লাগবে আরও | সুতরাং তিনি পুলক স্যার কে ডেকে পাঠালেন |

-" পুলক প্ল্যান বি নিয়ে ভাবতে হবে এবার !"

আলোচনা তে বসলেন তারকবাবু আর পুলক স্যার | পুলক স্যার আমাদের আমড়াতলা কেদার ব্রহ্ম স্মৃতি উচ্চবিদ্যালয়ের খেলার টিচার | আমড়াতলা স্পোর্টিং এর কোচ ও | এককালে জেলা দলের হয়ে ফুটবল খেলেছেন , তাই সবাই উনাকে খুব শ্রদ্ধা ও করে | 

দুজনে মিলে অনেক হিসেবে করে দেখলেন গত ম্যাচের ১৮ জনের মধ্যে ১০ জন পুরো ফিট আছে , ৮ জন হয় অসুস্থ নয় অনুপস্থিত | এদের মধ্যে প্রথম এগারোতে নিয়মিত শুধুমাত্র জগাই | সুতরাং তার একজন উপযুক্ত বদলি খেলোয়াড় চাই | দশ জন নিয়মিত খেলোয়াড় কে বলা হল যে তাদের পুরো ম্যাচ টাই খেলতে হবে যেভাবেই হোক, প্রয়োজন হলে চোট পেলেও | এগারো নম্বর খেলোয়াড় কে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হবে |


 তারকবাবুর উড়ে মালি জীবনরাম কে নামানো হল শুরুতে জগাই এর জায়গাতে সেন্টার ব্যাকে | এতো লোক থাকতে মালি কেন সে প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে কিন্তু গ্রামে কারো মনে জাগেনি , কারণ গ্রামে খুব কম ছেলে ছোকরা আছে যারা জীবনরামের তাড়া খায়নি | যেই আম পাড়তে যায় তাকে লাঠি হাতে এমন তাড়া করে যে সবাই প্রাণ নিয়ে দৌড় লাগায় , ৫০ গজ পেছন থেকে এসেও ধরে ফেলতে পারে | একবার তো জেলার ১০০ মিটার চ্যাম্পিয়ন নবীন কেও পেছন থেকে তাড়া করে ধরে ফেলেছিল যখন সে আম চুরি করে পালাচ্ছিল | তাই এই সিদ্ধান্তে আমরা খুশিই হলাম | 


এবার খোঁজ হতে লাগলো এমন আরও সাত জন যারা ফুটবলে লাঠি মারতে পারবে অন্তত, বা দৌড়াদৌড়ি করতে পারবে | সবার আগে এলো কানুকার নাম , সে প্র্যাক্টিসে নিয়মিত , দৌড়াদৌড়ি ও করতে পারে, উৎসাহী ও | সুতরাং তারক বাবু তাকে ডেকে বললেন 

-"কানু জার্সি পড়ে রেডি হয়ে নাও, আজ তোমাকে মাঠে দরকার হতে পারে |"

এতক্ষন কানুকা দর্শকদের মধ্যে বসে চিৎকার করার আগে গরম জল দিয়ে গাগল করছিলো, সকল থেকে সে গলা সেধেছে , পকেটে যষ্টিমধু নিয়ে একেবারে প্রস্তুত , এমন সময় তারক বাবুর কথা শুনে কানুকা পুরো হাঁ হয়ে গেল , তাকে সবাই বোঝালো রিজার্ভ বেঞ্চ থেকেও চিৎকার করা যায় , আর তাছাড়া বেঞ্চে বসলেই খেলতে হবে এমন মাথার দিব্যি কেও দেয়নি | জীবনরাম খেলে দেবে চিন্তা নেই |

যথাসময়ে মাঠে দল নামল , বেশ ভালোই চলছিল শুরুর দিকে , কানুকা জার্সি পড়ে বসেই চিৎকার করছে , জীবনরাম ও খুব উজ্জীবিত , সে তার তাড়া শুরু করে দিয়েছে , বিপক্ষের কেউ বল ধরলেই এমন ভাবে তার দিকে তেড়ে যাচ্ছে যে তারা বল ছেড়ে পালাচ্ছে | কুমোর পাড়ার ভজা মিত্তির দারুন চৌখস খেলোয়াড় , তাকে জীবন এমন তাড়া লাগলো যে সে উল্টে দৌড় লাগলো নিজের গোল এর দিকেই , প্রচন্ড গতিতে , তার পেছনে ছুটল জীবন , চোখে মুখে তার আগুন | ভজা ও ছুটছে , পেছনে ছুটছে জীবনও , মাঠে উপস্থিত বাকি কুড়ি জন হাঁ করে দেখতে লাগল , শেষমেশ ভজা বল নিয়ে গোল লাইন পেরিয়ে দর্শকদের মধ্যে গিয়ে লুকিয়ে রক্ষা পেল, আর আমড়াতলা পেল কর্নার |


কর্নার পেয়েছে দেখেই অত্যুৎসাহী জীবনরাম ছুট লাগালো কুমোরপাড়ার বক্সের দিকে , পুলক স্যার চিৎকার করে ডাকতে লাগলে, জীবনরাম নেমে আয় , নেমে আয় | কিন্তু কে কার কথা শোনে, আমাদের ক্যাপ্টেন রবি ওদিকে বল ভাসিয়ে দিয়েছে বক্সে আর জীবনরাম প্রায় উড়ে উড়ে পৌঁছে গেছে বক্সে , বল লক্ষ্য করে হরি হেড করবে বলে ঠিক সময়ে লাফিয়ে উঠেছে , আর তাকে বাধা দিতে কুমোরপাড়ার লেফট ব্যাক নবু, কিন্তু দুজনের কেউই বল ছুঁতে পারলো না, ওদের মাঝে এসে বুনো হাতির মতো দুজনকে ছিটকে দিয়ে জীবনরাম ততক্ষনে গোলপোস্টের কাছে পৌঁছে গেছে, নিজের গতি রোধ করতে পারল না সে, সোজা গিয়ে ধাক্কা মারল গোলপোস্টে , গোলপোস্ট কোনোক্রমে রক্ষা পেলেও জীবনরাম পেল না, একেবারে অজ্ঞান , স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হল, আমাদের মাথায় হাত, পুলক স্যারেরও | নিজেকে সামলে তিনি বেঞ্চের দিকে তাকিয়ে বললেন ,

- "কানু তৈরি হও|"

######

এতক্ষন অবধি কানুকা খুব চিৎকার করছিলো কিন্তু পুলক স্যারের মুখে এই কথা শুনে কানুকা কেমন ঘাবড়ে গেল, এক্কেবারে চুপ মেরে গেল , চুপ করে বসেই আছে, সবাই ডাকলো "কানু ! এই কানু !" কিন্তু নো নড়ন চরণ | দুবার ঝাঁকুনি দিতে তার সম্বিৎ ফিরলো বটে , কিন্তু মুখে কুলুপ এঁটেছে যেন , কোনো কথা নেই, এ কোন কানুকা ? গুটি গুটি পায়ে মাঠে নামলো, সেন্টার ব্যাকের জায়গাতে গিয়ে দাঁড়ালোও, কিন্তু দাঁড়িয়েই রয়ে গেল, স্ট্যাচুর মত , নড়তে ভুলে গেল, কথা বলা তো অনেক ক্ষণ আগেই ভুলেছে | যারা কানুকাকে প্র্যাক্টিসে উজ্জীবিত ভাবে খেলতে দেখেছে তারাও যারপরনাই অবাক , হল কি ছেলেটার | বিরতির এখনও ৭ মিনিট বাকি , এই সাত মিনিট কিভাবে কাটল আমরাই জানি , ওরা ৩ বার আক্রমণ করল এর মধ্যে , ২ বার কানুকা স্ট্যাচু হয়ে রইল, আমাদের গোলকীপার মিঠুন এগিয়ে এসে কোনোক্রমে পতন রোধ করল , পুলক দা অনেক চিৎকার করার পর কানুকা একবার ঘুরে তাকালো বেঞ্চ এর দিকে, তার পর সে নড়তে শুরু করলো বটে তবে ওই পর্যন্ত | তৃতীয় বার সে ব্যাকপাস দিতে গিয়ে সেম সাইড গোল করে ফেলেছিলো আরেকটু হলে , বল এ পোস্টে লেগে বেরিয়ে গেল, আমরা আমাদের হৃৎপিণ্ড হাতে নিয়ে বসে মাঠের বাইরে | রেফারি বিরতির বাঁশি বাজাতে আমরা প্রাণ ফিরে পেলাম |


বিরতির সময় সবাই ঝাঁপিয়ে পড়লাম কানুকা উপর, নানা প্রশ্ন, বকুনি, উপদেশের যেন বর্ষা হতে লাগল, ছেলে-বুড়ো সবাই, এমন কি গ্রামের একশো দশ বছরের বুড়ি মোক্ষদামাসী ও | পুলক স্যার আর তারক ব্রহ্ম বাবু এসে সবাই কে সরালেন , যাওয়ার ইচ্ছে কারও ছিল বলে মনে হল না কিন্তু তারক বাবুর কথা অগ্রাহ্য করবে কে ? কানুকা চোখে মুখে জল দিয়ে ওদের সাথে বেশ খানিক ক্ষণ বসে থাকলেন, কি কথা হল জানিনা, কিন্তু কানুকাকে এখন অনেকটা স্বাভাবিক দেখাচ্ছে, যদিও সে এক্কেবারে চুপ, কোনো কথা নেই মুখে | 

এদিকে খেলা শুরুর সময় হয়ে আসছে, কানুকা একটু লেবুর শরবত খেয়ে মাঠে নামার জন্য প্রস্তুত তখন ছুটতে ছুটতে সেখানে এলেন আমাদের গ্রামের পুরোহিত চক্কোত্তি মশাই | চক্কোত্তি মশাই বংশ পরম্পরায় আমাদের বুড়ো শিব মন্দিরের পুরোহিত | তার হাতে বুড়ো শিব মন্দিরের চন্নামিত্তি | মোক্ষদা বাসী আনন্দে চিৎকার করে উঠলো ,

- " ওই তো ওই তো ! এসে গেছে ! এবার কানুকে আর কেউ আটকাতে পারবেনা ! জয় বাবা ভোলানাথ !" এই বলে একটা পেল্লাই পেন্নাম ঠুকলেন |

বুড়ো শিব মন্দিরের চন্নামিত্তি খেয়ে কানুকা মাঠে নামল সবার শেষে|

খেলা শুরু হল শান্ত ভাবে, জীবনরাম উঠে যাওয়ার পর কুমোর পাড়া সার্বজনীন অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলছে , আর আমাদের দল ঠিক উল্টো,সবাই ভয়ে কুঁকড়ে আছে গোল না খেয়ে যায়, মিডফিল্ডার রা আক্রমণে উঠতেই ভয় পাচ্ছে , এর মধ্যে আমাদের একটা আক্রমণ হল, কিন্তু মিস পাস হয়ে যাওয়াতে বল পড়লো ওদের সেই ভজা মিত্তিরের পায়ে, ভজা বল নিয়ে প্রতি আক্রমণে এগিয়ে চলল দ্রুত গতিতে এঁকে বেঁকে , কেউ নেই তাকে তারা করার রামজীবনের মত , সেন্টার লাইন পেরিয়ে সে ঢুকে পড়েছে আমাদের হাফে , আমাদের রাইট ব্যাক কেষ্ট শুধু স্পীডেই কেটে গেল, বিরতির পর কানুকার নড়াচড়া টা সাবলীল লাগছিল, এখন সে ই একমাত্র ভজার সামনে | আমরা ইষ্টনাম জপ করছি আবার , এমন সময় ভজার সামনে এসে কানুকা চিৎকার করে উঠল, ঠিক যেন রঘু ডাকাত , চোখ লাল, জবা ফুলের মত , ভজা কেমন ভড়কে গেল , সেই ফাঁকে কানুকা বল উড়িয়ে দিলো ওদের হাফে | এ যাত্রা রক্ষা পেল আমড়াতলা | 

মোক্ষদা মাসী চিৎকার করে উঠলো আবার ,

-" সব বুড়ো শিবের আশীর্বাদ ! কি চক্কোত্তি বলেছিলাম না চন্নামিত্তি আনতে শুরুতেই ?"

চন্নামিত্তির জোরেই হোক বা তারক বাবুর ভোকাল টনিকের জোরেই হোক কানুকা তখন স্বমেজাজে |


কিন্তু কানুকার এ ফিকির বেশিক্ষণ চলার ছিলনা , চলল ও না, পরেরবার ওদের খেলোয়াড় রা ভড়কালোনা | কিন্তু তাতে ফলে হল হীতে বিপরীত | কানুকার সেই শান্ত , হাবলা মার্কা ভাব এখন উধাও , এখন তার চোখে মুখে আগুনের ভাঁটা, যেন শ্মশান ঘাটের সেই কাপালিক, নরবলি দিতেও তার হাত কাঁপবেনা , কানুকা সোজা পা চালালো প্রতিপক্ষের পা লক্ষ্য করে , নিজেকে বাঁচাতে দু পা পিছিয়ে গেল ওদের খেলোয়াড় | ধাঁই করে বল উড়িয়ে দিলো কানুকা সেই সুযোগে |


এইসব অত্যাশ্চর্য ঘটনা আমারদের খেলোয়াড় দের মনোবল বাড়িয়ে দিচ্ছিল ক্রমশ , কানুকা তখন পুরো খুনে মেজাজে , মাঝে মাঝে উঠে যাচ্ছে বিপক্ষের হাফেও , ওরাও কানুকাকে সমঝে খেলছে | খেলা শেষ হতে আর বেশিক্ষণ নেই | আমাদের গোলকিপার মিঠুন খুব ভালো পেনাল্টি বাঁচায় , তার উপর সে দারুন ট্যারা, বিপক্ষের ফরওয়ার্ড রা ধরতে পারেনা সে কোনদিকে তাকাচ্ছে , সেই করতে গিয়ে গোল মিস করে , তাই টাই-ব্রেকারে গেলে আমাদেরই জেতার সম্ভবনা বেশি , আমরা গোল করার আশা ছেড়ে ভাবছি শেষ কয়েক মুহূর্তে গোল না খেলেই হল | আমাদের দলই অধিকাংশ সময় আক্রমণে থাকছিল হঠাৎ করে একটা প্রতি আক্রমণে উঠে এল ওদের দুজন খেলোয়াড় , ভজা ও কার্তিক , সামনে কানুকা একা | একজন কে কানুকা সামলে নিত হয়তো, কিন্তু দুজনকে কিভাবে সামলাবে সেই আমরা ভাবছি , আমার হাতে তখন মা শীতলার পুজোর ফুলের মাদুলি | 


এমন সময় ঘটল সেই কান্ড , যা না ঘটলে আমি আজ হয়তো আপনাদের গল্পটা বলতে বসতাম না | হারু গোয়ালার মোষটা এমনিতে ভীষণ শান্ত , কিন্তু কোলা ব্যাঙ দেখলেই ভীষণ ক্ষেপে যায় , আজ ও মাঠের পেছনের জলার ধরে সে বাঁধা ছিল, নির্ঘাত কোনো কোলা ব্যাঙ তাকে দর্শন দিয়েছে , সেও গেল ক্ষেপে | দেখা গেল মিঠুনের পাশ দিয়ে মাঠে ঢুকছে সেই মোষ , তীব্র গতিতে , ভজা আর কার্তিক তাকে দেখতে পেয়েছে, কানুকার পেছনে ঘটছে তাই সে দেখতে পায়নি, দেখতে পেলে কি করতো জানিনা | মিঠুন গোলপোস্ট ছেড়ে পালতে পালতে পেছন থেকে হাঁক মারল ,

-"কানু পালা !"

 কানুকার সেদিকে নজর নেই ,সে জ্বলন্ত দৃষ্টিতে কার্তিকের পায়ের দিকে তাকিয়ে | কার্তিক আর ভজা ততক্ষনে বল ছেড়ে যেদিকে পেরেছে দৌড় লাগিয়েছে, কানুকার লক্ষ্য বল , সে বল নিয়ে দৌড় শুরু করেছে , আর তার পেছন পেছন ছুটছে মোষ | মাঠে তখন হুলুস্থুল কান্ড , সব খেলোয়াড় এদিক সেদিক দৌড়োচ্ছে প্রাণ ভয়ে , কানুকার হুশ নেই, সে বাধা না পেয়ে বল নিয়ে কুমোরপাড়ার গোল এর দিকে ছুটছে, ঠিক তার পেছনেই মোষটা , বক্সের কাছে এসে সে যে শট মারতে গিয়েছে , মোষটাও তাকে দিয়েছে গুঁতিয়ে , বল শুদ্ধ কানুকা উড়ে গেছে গোল এর দিকে , সোজা জালে জড়িয়ে গেছে দুজনে , মোষ ও দাঁড়ায়নি , সেও দৌড়ে বেরিয়ে গেছে মাঠের বাইরে , রেফারি ততক্ষনে বাঁশি বাজিয়ে দিয়েছে, গোল এর , আর ম্যাচ শেষের ও | মাঠ ভর্তি দর্শক চিৎকার করে উঠেছে গোওওওওওওওল ! কানুকা বল নিয়ে জালের ভেতরে তখন ও | সম্বিৎ ফিরে কুমোরপাড়ার খেলোয়াড় রা প্রতিবাদ করতে গেলে রেফারি অটুট রইলেন নিজের সিদ্ধান্তে | রাগে গজগজ করতে করতে কুমোরপাড়ার ছেলেগুলো মাঠের বাইরে গেল | ওদিকে পিলপিল করে লোক ঢুকছে মাঠে, তাদের লক্ষ্য কানুকা | কাঁধে তুলে নিয়েছে তাকে | কানুকা কিছুক্ষণ কোমরের ব্যাথাতে একটু কুঁকড়ে ছিল , সেও উঠে দাঁড়িয়েছে এবার, ততক্ষণে বুকের ছাতি তার ডবল হয়ে গেছে গর্বে | শোভাযাত্রার পুরোভাগে শিল্ড হাতে ঘরে করে গ্রামে ফিরলো সে আজ | সাথে তার পরিচিত হুঙ্কার | 


এরপর থেকে কানুকার খেলা নিয়ে গর্ব আর ধরত না , কিন্তু কোনো এক অজানা কারণে সে প্র্যাক্টিস আসা বন্ধ করে দিয়েছিল | জিজ্ঞেস করলে শুধু মুচকি হেসে পাশ কাটিয়ে যেত| আর কানাঘুসো শোনা যায় হারু গোয়ালার বাড়িতে দুধ নিতেও এরপর কানুকা কোনোদিন যেতনা | বোধহয় মোষের গুঁতোর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি আমড়াতলার হিরো কানুকা |


© অরিন্দম রায়

Thursday, April 23, 2020

অসুখ

রমেনের সাথে আমার দেখা অনেকদিন পর হঠাৎ করেই | কলকাতা গিয়েছিলাম একটা কাজে , ভাবলাম একবার কলেজে ঢুঁ মেরে যায় | ফেরার পথে একটু রবীন্দ্রসদন চত্ত্বরে একটু ঘুরে পিজি বাস স্টপটার সামনে এসে দাঁড়ালাম, ক্যাব ধরতে পারতাম কিন্তু ভাবলাম এখানে দাঁড়িয়ে আরেকটু স্মৃতি রোমন্থন করি | এমন সময় হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো| কাঁচ নামাতেই দেখি রমেন | আমি অবাক | সেই প্রাইমারি থেকে একসাথে পড়লেও পরে আমি ইঞ্জিনিয়ারিং এ গেলাম আর রমেন ডাক্তারি তে | এরপর একটু আধটু যোগাযোগ থাকলেও সেটা ক্রমশ ক্ষীণ হচ্ছিল, বিশেষত রমেন ফেসবুকে নেই , তাই যোগাযোগটা একেবারেই ছিন্ন হয়ে গেছিল | আজকে হঠাৎ এখানে দেখা |

- তুই এখানে ? হাতে সময় থাকলে উঠে আয় |

আমি এমনিই  ঘুরছিলাম স্মৃতির তাড়নাতে, উঠে পড়লাম, রমেন পিজিতে এসেছিল একটা সেমিনারে , গাড়ি চড়ে আমরা এমনিই  খানিক ঘুরে স্মৃতিচারণ করতে লাগলাম | কত কথা |

- আমি ফেসবুকে না থাকলেও হোয়াটস্যাপে আছি |

নম্বরটা সেভ করে নিলাম , কথায় কথায় প্রাইমারি স্কুলের হোয়াটস্যাপ গ্রূপ  খোলার কথা উঠলো, দুজনেই ঠিক করলাম এটা করতেই হবে, অনেকের সাথেই যোগাযোগ নেই, সেই ক্লাস ৪ এর পর থেকেই |

ইতস্তত ঘুরছি গাড়িতে, ময়দানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটা আস্তে করে দাঁড় করলো রমেন |

আমি জিজ্ঞেস করলাম - কি হলো ?

রমেন কাঁচ নামিয়ে আমাকে দেখালো , এক ভদ্রমহিলা, বেশভূষা দেখে মনে হয় নিম্ন মধ্যবিত্ত , বোধহয় ত্রিশের কোঠায় , আরেকটু বেশি এ বয়স্ক লাগছিল, একটা বছর দশেকের ছেলের সাথে শিশুর মতো খেলছে |

- কি দেখলি ?

আমি বললাম যা দেখলাম |

রমেন একটু ক্ষণ চুপ থেকে বললো - চল একটু বসি |

মাঠে দুজনে বসলাম  | সামনে একটা চা-ওয়ালা ঘুরছিলো , দুজনে দুটো চা নিলাম |  সিগেরেট ধরালাম একটা |

-আজ হঠাৎ বছর কয়েক আগের একটা কথা মনে পড়ল|

রমেন বলে চলল|

- সেদিন বাড়িতে সকালটা একটু গোলমেলে ছিল , মানে সাংসারিক গোলমাল আর কি ! চেম্বার এ পৌঁছতে দেরি হয়ে গেছে , মেজাজটাও খিঁচড়ে আছে, গিয়ে দেখি পেশেন্টদের লম্বা লাইন | সেই লাইনে খুব চেনা একজনকে চোখে পড়ল , আর মেজাজটা আরো বিগড়ে গেল | মৌসুমী মন্ডল ,আমার পুরোনো পেশেন্ট|

- আবার চেম্বার এ ঢুকে শুরু করবে বুকে ব্যাথা , হাতে ব্যাথা, পেটে ব্যাথা |

প্রথমবার বরের সাথে এসেছিল তারপর থেকে একাই আসে ছেলেকে নিয়ে | যত রকম টেস্ট করা সম্ভব করেছি |

-সরকারি হাসপাতাল অতিরিক্ত টেস্ট আমরা করাই না | তবু X -Ray, ইসিজি, Echo , স্ক্যান , সব করিয়েছি , কোথাও কিছু নেই | আমি তিতিবিরক্ত একই ঘ্যানঘ্যান বারবার শুনে শুনে | আবার নাটক শুরু হবে মনে মনে বললাম | সব মানসিক রোগী |

আমার কম্পউণ্ডার বলরাম কে ডেকে বললাম - "মৌসুমী মন্ডল কত নম্বর এ ?"

বলরাম বলল - ২ নম্বর , সেই ভোর থেকে এসে বসে আছে |

- বসে থাকুক, অন্যদের পাঠাও , যতক্ষণ না বিরক্ত হয়ে সে চলে যাচ্ছে | ওকে দেখার কোনো ইচ্ছে নেই  আমার |

সেদিন চেম্বার এ দারুন সব পেশেন্ট , জেনুইন পেশেন্ট আর কি ! দেখছি , অনেকগুলো অব্যর্থ ডায়াগনসিস করেছি তা বুঝলাম বিভিন্ন টেস্ট এর ফল দেখে | ভাবছি এই জন্যই তো ডাক্তারি পড়া , নাকি ওই মানসিক রোগীদের চিকিৎসা করার জন্য |

দেখতে দেখতে মৌসুমীর কথা বেমালুম ভুলে গেছি | দেখতে দেখতে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেল |

বলরাম ও আর মৌসুমীর কথা বলেনি|

লাঞ্চব্রেক সেরে আবার চেম্বার এ ফিরলাম, কয়েকজন সকালে বলা টেস্ট করে এনেছে রিপোর্ট দেখাতে, তাদের দেখা শেষ করে একটু রাউন্ড এ যাবো  ভাবছি এমন সময় বলরাম ঢুকলো |

-স্যার , মৌসুমী এখনও বসে |

ততক্ষনে মৌসুমী ও দরজাতে এসে বলল -  ডাক্তারবাবু আমি তো ২ নম্বরে ছিলাম, আপনি দেখলেন না ?

তার মুখে একটা ক্ষীণ হাসি |

আমি হাত জোর করে বললাম - মৌসুমী তোমার চিকিৎসা করা আমার সাধ্যি নয় ! তোমার কোনো রোগ নেই, তুমি বরং এক মানসিক রোগের ডাক্তার দেখাও |

তার ক্ষীণ হাসিটা আরেকটু প্রশস্ত হলো |

-আমিও জানি আমার কোনো রোগ নেই |

এবার আমার চমকের পালা | একটু রেগে বললাম

-তাহলে এসবের মানে কি ?

সে অন্যদিনের মতো আজ কুঁকড়ে নেই , বরং অনেক বেশি বেপরোয়া , ছেলেকে বাইরে বসতে বসে সে আমাকে জিজ্ঞেস করলো  - ভেতরে একটু আসতে পারি ?

আমার তখনও চমক ভাঙেনি, আমি আসতে বললাম |

-বুকের উপর প্রতি রাতে হাতুড়ি পেটানোর চিকিৎসা কোন ডাক্তার করবে আপনি বলতে পারেন ডাক্তারবাবু? প্রতি রাতে আমার ইচ্ছের বিরুদ্ধে স্বামী যে অত্যাচার করে ! তার চিকিৎসা কি মানসিক রোগের ডাক্তারের কাছে আছে? বিয়ের পর থেকে প্রতি রাতে যে নির্যাতন স্বামী করে, আর বাধা দিলেই চলে অকথ্য গালাগাল ও মার | বাচ্চাদের সামনে ইয়ার বন্ধুদের ঘরে ঢোকায় , জুয়া খেলে আমাকে তুলে দেয় তাদের হাতে , সেই অত্যাচারের দাগ সারা শরীরে এ দগদগে ঘায়ের মতো তা আমি কাকে দেখাবো বলুন ? সমাজও তো তার পক্ষে , এর চিকিৎসা কোন ডাক্তার করবে বলুন? আপনার দোষ নেই | আপনার সময় নষ্ট করেছি বলে আমি ক্ষমাপ্রার্থী|

সে চুপ করলে আমি খানিক থেমে জিজ্ঞেস করলাম - তাহলে আমার কাছে আসো কেন বারবার ?

-আমি জানি আমার বুকের ব্যামো নেই, কিন্তু আপনাকে দেখানোর জন্য আমার মাসে দুবার এখানে আসার সুযোগ মেলে , আপনি পরীক্ষা করাতে দেন, তার কাগজ আপনাকে দেখাতে আসি , এগুলোর দৌলতে আমি সুযোগ পাই দুদিন ছেলেকে নিয়ে শহর ঘোরার | আমার জীবন আমি বাঁচি ওই দুদিন | ডাক্তার দেখানোর অজুহাতে ওই দুদিন স্বাধীনতাটুকু উপভোগ করি | দয়া করে আমাকে এটুকু থেকে বঞ্চিত করবেন না |

এক অপরাধববোধে আমার শরীর কাঁপছে | কাঁপা গলায় জিজ্ঞেস করলাম - তাহলে  এতক্ষন অপেক্ষা করার কি দরকার ? এমনি চলে গেলেই হলো ?

-আপনার প্রেসক্রিপশন দেখতে চায়যে আমার মরদ | সেটা না পেলে আসা বন্ধ তো হবেই , সাথে জুটবে আরো মার, আরো অত্যাচার | আমি শুধু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবেও ধর্ষিত হই রোজ, এটুকু থেকে আমাকে বঞ্চিত করবেন না |

তার চোখের কোনাতে এতক্ষন জলের আবছা ছায়া ছিল, এখন টা বাঁধ ভাঙলো | হাতের মধ্যে মুখ গুঁজে সে ভেঙে পড়ল কান্নায় |

আমি আর পারলাম না | বলরাম কে ডেকে বললাম

-এরপর থেকে মৌসুমী এলে সবার আগে আমার কাছে ওকেই পাঠাবে |

খসখস করে প্রেসক্রিপশনে অনেক কিছু লিখে ফেললাম,আরো কিছু সাধারণ রক্ত পরীক্ষা সহ |

তার মুখে হাসি ফুটলো |

এই পর্যন্ত বলে রমেন থামলো |

আমার চোখটা গেল সেই মা ও তার ছেলের দিকে | সত্যি স্বাধীনতার ৭০ বছর পরেও কজনের কাছে পৌঁছেছে তা | কত মৌসুমী যে শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে আমরা কি তার খবর রাখি | পর্যন্ত সূর্যের আলোতে মা ও ছেলের বেলুন নিয়ে খেলা হঠাৎ করে বিকেলটাকে আরো উজ্জ্বল করে দিলো | এই আলো কবে আমাদের মনের অন্ধকার দূর করবে কে জানে !

© অরিন্দম রায়

#সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।

Thursday, December 5, 2019

Happy Anniversary



2014:
" প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। "

না আট বছর আগের সেদিন দিনটা চৈত্র মাসের ছিলনা , ছিল অগ্রহায়নের হিমানী বেলা । সত্যি বলতে প্রথম দেখা ও ছিল না... সেটা আর ও বছর ছয়েক আগের কথা , সর্বনাশ ও যা হওয়ার হয়ে গিয়েছিল সে দিনের বছর চারেক আগে , হৃদি ভেসে গিয়েছিল আলোকানান্দার জলে । কিন্তু সেদিনের দেখা ছিল বাকি সব দিনের থেকে আলাদা । দেখতে দেখতে আট টা বছর কেটে গেল। তোমার প্রথম উপহার জয় গোঁসাই এর "পাগলী, তোমার সঙ্গে " কবিতাটা বেঁধে দিয়েচ্ছিলো আমাদের দুজনের পথ চলার সুর... সেভাবেই কেটেছে আট টা বছর ... কাটাতে চাই আর ও আট টা জন্ম একসাথে....পাগলী তোমার সঙ্গে |||

Happy Anniversary!!!

2016:
"শহরের উষ্ণতম দিনে ,পিচ গলা রোদ্দুরে 
বৃষ্টির বিশ্বাস, তোমায় দিলাম আজ !!
আর কি বা দিতে পারি ,পুরোনো মিছিলে পুরানো ট্রামেদের সারি ,
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি !
সুতো বাঁধা যত লাল আর সাদা , 
ওরাই আমার থতমত এ শহরের রডোডেনড্রন ,
তোমায় দিলাম আজ !!! "

আর কি ই বা দিতে পারি,  যা দেওয়ার তা দিয়েছি তো একযুগ আগেই, তোমার হাত পাকাপাকি ভাবে ধরেছি দশ বছর আগেই , ঠিক এই দিন টাতে যদিও এক সাথে চলার স্বপ্ন দেখেছি আরো আগে থেকেই |
দেখেছি অনেক উত্থান পতন, ঠিক যেমন উল্লেখ ছিল তোমার প্রথম উপহার জয় গোস্বামী র " পাগলী তোমার জন্য " কবিতা তে | 

"সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন
পাগলী, তোমার সঙ্গে ব্রক্ষ্মচারী জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে আদম ইভ কাটাব জীবন।"

তোমার চলার পথে ফুল যেমন বিছিয়েছি , তেমন হয়েছি কাঁটা ও | কখনো ক্ষত হয়েছি তোমার মনে  , কখনো বা ক্ষতের প্রলেপ | 

তবে একটা উপহার দিতে চাই, যেটা তোমাকে দিয়ে এসেছি প্রথম দিন থেকেই, সেটা হলো শব্দগুচ্ছ | আর সেটার জন্য আর শব্দ ধার করবো না , এ একান্ত ই আমার মনের কথা ! কথা দিয়ে ঘর বুনেছি আমার, তোমার মনে , সেই ১ দশক আগে থেকেই , তবে কথা গুলো শুধু শব্দ নয়, এগুলো এক করলে একটা মানুষের অবয়ব পাবে , যার স্পর্শ, গন্ধ সব ই তোমার চেনা |  আজকের উপহারে আবার সেই আমাকেই তুলে দিলাম তোমার হাতে , শব্দের আধারে , যাতে থাকবে সেই অঙ্গীকার যা ছিল এক দশক আগে, যা চিরন্তন | যা নবোদিত সূর্যের মতোই নতুন, রোজ ওঠে তবু পুরোনো হয়না , নতুন সকাল নিয়ে আসে, পুরোনোর জীর্ণতা তাকে ছুঁতে পারেনা,  !!!!

নদীর গর্ভে বিলীন  দিন গুলো
কালের ভাঙ্গন রুখবে কোন বাঁধ !
আমাদের  ছুঁয়ে স্বপ্নেরা পাখা মেলো
পথ চলাতে মিটলো সকল সাধ |

উড়তে গেলে পাখারা ক্লান্ত হবেই
ঠোঁটে আমি তাই নিয়েছি খড়কুটো
ঘর বেঁধেছি মনের ভেতর কবেই
আজকে জিরোবো আমরা ক্ষণ দুটো |

একটা দুটো তিনটে এমনি করে
শীত পেরিয়ে বসন্ত এলো ঘিরে ,
দশটা শীতের  বিষন্ন পাতা ঝরে
নব পল্লব আলো করে এলো  নীড়ে |

চলেছি আমরা, থামবোনা কারো খোঁজে ,
আসুক তুফান, আসুক যতই বাণ,
ঘাসের সুবাস  বুকের ভেতর গুঁজে
দশক পেরোলো , পথ তবু অফুরান |

~অরিন্দম
 
#শুভ #বিবাহবার্ষিকী
#DecadeOfTogetherness


2018:

বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’

অশান্তি ভোগের বারো বছর কেটে গেল, বারো বছরে যুগ বদলে যায় বোধকরি, আমরাও কিছুটা বদলেছি, বদলায়নি জীবনের সমীকরণ।

পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন।

এই একই সমীকরণ এর সমাধান করে চলেছি, যার সমাধান না করা টাই সেরা সমাধান। চার হাত এক হওয়ার পর থেকে ঠোকাঠুকি যে শুরু হয়েছিল (সত্যি বলত কি শুরুটা আরো আগেই হয়েছিল, চার হাত টাই শুধু এক হয়েছিল সেদিন) সেটা যে শাশ্বত হবে সেটাই স্বাভাবিক।
বোধ করি সেটাই আমাদের সম্পর্কের হৃৎস্পন্দন।

তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙ্গব কাঁচের বাসন
পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব।

সন্ধাবেল ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা 
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্য রাতে আচমকা মিলন।

এবার লেখাটা শুধু দ্বন্দ্ব নিয়েই চলছে নিজের খেয়ালে তবে দ্বন্দ্ব মানে দ্বি ও দ্বি । মানে দুজনেই, জোড়া ।
 আমাদের কবিতা তো দুজনের জীবনের রোজনামচা, তাই এ কাব্য একপেশে হলে চলবে কি করে?  তবে দ্বন্দ্ব শেষে আকাশে নেমে আসে ভোরের শিশির ধোওয়া আলোর বিন্দু, দুজনের চলার পাথেয় সঞ্চয় করে নি, খড়কুটো নিয়ে উড়ে যায় আবার ।

সাথে থাকে অঙ্গীকার , না এবার আর ধার করা কবিতা নয়, নিজের শব্দই রইল :

উড়তে গেলে পাখারা ক্লান্ত হবেই
ঠোঁটে আমি তাই নিয়েছি খড়কুটো
ঘর বেঁধেছি মনের ভেতর কবেই
আজকে জিরোবো আমরা ক্ষণ দুটো |

চলেছি আমরা, থামবোনা কারো খোঁজে ,
আসুক তুফান, আসুক যতই বাণ,
ঘাসের সুবাস  বুকের ভেতর গুঁজে
যুগ পেরোলো , পথ তবু অফুরান |

#শুভ_বিবাহবার্ষিকী
#Happy_Anniversary
#12Years_Of_Togetherness

2020:

" প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। "

না ১৪ বছর আগের সেদিন দিনটা চৈত্র মাসের ছিলনা , ছিল অগ্রহায়নের হিমানী বেলা । সত্যি বলতে প্রথম দেখা ও ছিল না... সেটা আর ও বছর ছয়েক আগের কথা , সর্বনাশ ও যা হওয়ার হয়ে গিয়েছিল সে দিনের বছর চারেক আগে , হৃদি ভেসে গিয়েছিল আলোকানান্দার জলে । বেঁধে দিয়েছিল আমাদের চলার পথ - 

পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি
আমরা দুজন চলতি হওয়ার পন্থী।

 কিন্তু সেদিনের শুভ দৃষ্টির মুহূর্তে সেই দেখা ছিল বাকি সব দিনের থেকে আলাদা । দেখতে দেখতে ১৪ টা বছর কেটে গেল। 

"শহরের উষ্ণতম দিনে ,পিচ গলা রোদ্দুরে 
বৃষ্টির বিশ্বাস, তোমায় দিলাম আজ !!
আর কি বা দিতে পারি ,পুরোনো মিছিলে পুরানো ট্রামেদের সারি ,
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি !
সুতো বাঁধা যত লাল আর সাদা , 
ওরাই আমার থতমত এ শহরের রডোডেনড্রন ,
তোমায় দিলাম আজ !!! "

আর কি ই বা দিতে পারি, যা দেওয়ার তা দিয়েছি তো একযুগ আগেই, তোমার হাত পাকাপাকি ভাবে ধরেছি ১৪ বছর আগেই , ঠিক এই দিন টাতে যদিও এক সাথে চলার স্বপ্ন দেখেছি আরো আগে থেকেই |

দেখেছি অনেক উত্থান পতন, ঠিক যেমন উল্লেখ ছিল তোমার দেওয়া প্রথম উপহার জয় গোস্বামী র " পাগলী তোমার জন্য " কবিতা তে | 

"সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন
পাগলী, তোমার সঙ্গে ব্রক্ষ্মচারী জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে আদম ইভ কাটাব জীবন।"

তোমার চলার পথে ফুল যেমন বিছিয়েছি , তেমন হয়েছি কাঁটা ও | কখনো ক্ষত হয়েছি তোমার মনে , কখনো বা ক্ষতের প্রলেপ | 

তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙ্গব কাঁচের বাসন
পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব।

 মিলন নিয়ে লিখতে বসার পর লেখাটা হঠাৎ দ্বন্দ্ব নিয়েই চলতে শুরু করেছে নিজের খেয়ালে !! তবে দ্বন্দ্ব মানে "দ্বি ও দ্বি " । মানে দুজনেই, জোড়া । পদার্থ বিদ্যা মতেও "দ্বন্দ্ব " অর্থাৎ "Couple" হল a system of forces with a resultant moment which create a roration. 
 আমাদের এই দ্বন্দ্ব এর reslutant moment হল আমাদের এই দিবা - রাত্রির কাব্য যা আবর্তিত হয় দুজনের দ্বন্দ্ব নিয়ে আর সেটাই তো আমাদের দুজনের জীবনের রোজনামচা, তাই এ কাব্য একপেশে হলে চলবে কি করে? 
তবে দ্বন্দ্ব শেষে আকাশে নেমে আসে ভোরের শিশির ধোওয়া আলোর বিন্দু, দুজনের চলার পাথেয় সঞ্চয় করে নি, খড়কুটো নিয়ে উড়ে যায় আবার ।

বলো কী বলব, আদালত, কিছু বলবে কি এরপরও?
— ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’

অশান্তি ভোগের ১৪ বছর কেটে গেল, ১৪ বছরে যুগ বদলে যায় বোধকরি, আমরাও কিছুটা বদলেছি, কিন্তু বদলায়নি জীবনের সমীকরণ।

পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন।

এই একই সমীকরণ এর সমাধান করে চলেছি, যার সমাধান না করা টাই সেরা সমাধান। চার হাত এক হওয়ার পর থেকে ঠোকাঠুকি যে শুরু হয়েছিল সেটা যে শাশ্বত হবে সেটাই স্বাভাবিক।

বোধ করি সেটাই আমাদের সম্পর্কের হৃৎস্পন্দন।

 তবে একটা উপহার আজ দিতে চাই, যেটা তোমাকে দিয়ে এসেছি প্রথম দিন থেকেই, সেটা হলো শব্দগুচ্ছ | আর সেটার জন্য আর শব্দ ধার করবো না , এ একান্ত ই আমার মনের কথা ! (যদিও নতুন লেখা নয়, বরং মনের কাছের একটি পুরোনো লেখা)

 কথা দিয়ে ঘর বুনেছি আমার, তোমার মনে , সেই প্রায় দেড় দশক আগে থেকেই , তবে কথা গুলো শুধু শব্দ নয়, এগুলো এক করলে একটা মানুষের অবয়ব পাবে , যার স্পর্শ, গন্ধ সব ই তোমার চেনা | আজকের উপহারে আবার সেই আমাকেই তুলে দিলাম তোমার হাতে , শব্দের আধারে , যাতে থাকবে সেই অঙ্গীকার যা ছিল দেড় দশক আগে, যা চিরন্তন | যা নবোদিত সূর্যের মতোই নতুন, রোজ ওঠে তবু পুরোনো হয়না , নতুন সকাল নিয়ে আসে, পুরোনোর জীর্ণতা তাকে ছুঁতে পারেনা, !!!!

নদীর গর্ভে বিলীন দিন গুলো
কালের ভাঙ্গন রুখবে কোন বাঁধ !
আমাদের ছুঁয়ে স্বপ্নেরা পাখা মেলো
পথ চলাতে মিটলো সকল সাধ |

উড়তে গেলে পাখারা ক্লান্ত হবেই
ঠোঁটে আমি তাই নিয়েছি খড়কুটো
ঘর বেঁধেছি মনের ভেতর কবেই
আজকে জিরোবো আমরা ক্ষণ দুটো |

একটা দুটো তিনটে এমনি করে
শীত পেরিয়ে বসন্ত এলো ঘিরে ,
পুরোনো শীতের বিষন্ন পাতা ঝরে
নব পল্লব আলো করে এলো নীড়ে |

চলেছি আমরা, থামবোনা কারো খোঁজে ,
আসুক তুফান, আসুক যতই বান,
ঘাসের সুবাস বুকের ভেতর গুঁজে
দশক পেরোলো , পথ তবু অফুরান |

~অরিন্দম
 
#শুভ #বিবাহবার্ষিকী

#HappyAnniversary

Tuesday, January 22, 2019

#টাইম_মেশিন




ল্যাবরেটরির মধ্যে প্রায় ছুটে ঢুকে পড়লেন প্রফেসর বক্সী | বাজার থেকে ফেরার পথে গাড়িতে অয়নের ফোনটা পাওয়ার পর তিনি সোজা এখানেই এসেছেন | অয়ন তার এক সময়ের ছাত্র, বর্তমান সহকারী | শুধু কি সহকারী , তার চেয়েও অনেক বেশী |

দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখ গেল অয়নের দিকে, সে তখন তার ল্যাপটপে একটা ভিডিও দেখছে | তার আসার শব্দ শুনেই ঘুরে দাঁড়ালো সে |

- "স্যার এই দেখুন সেই ভিডিও |"

কুকুরটা তখনও পাশে চুপটি করে বসে|

তাদের তৈরী টাইম মেশিনের প্রথম যাত্রী এই কুকুর | গলাতে একটা ক্যামকোর্ডার বেঁধে তাকে ২ মিনিট টাইমার দিয়ে পাঠানো হয়েছিল আইনস্টাইনের  ল্যাবে | আর ফিরে আসার পর ফলাফল এক কথায় অভাবনীয় | তাদের এত বছরের পরিশ্রম সফল |

কালকেই প্রায় সাফল্য এসে গিয়েছিলো কিন্তু শেষে একটা গোলমালে ঠিক জায়গাতে পৌঁছনো যাছ্ছিলোনা, ন্যাভিগেশন সিস্টেমটা ঠিক কাজ করছিলনা, ইন্টারনাল ক্লকটাও একটু গোলমাল করছিল | অনেক রাতে বাড়ি ফিরেছেন প্রফেসর বক্সী কাল, অয়ন ফেরেনি, সারা রাত ধরে পরিশ্রম করে অবশেষে সেই ত্রূটি শুধরেছে |

-" স্যার , আপনি প্রথম যাত্রী হিসেবে টাইম ট্রাভেল করুন , এ তো আপনার আবিষ্কার |"

-" না হে অয়ন, এ আমাদের আবিষ্কার | আমি যাব, সাথে তুমিও |"

চোখটা একটু চোখ চকচক করে ওঠে অয়নের |

-"স্যার , কোথায় যেতে চান ? নিউটন-এর সময়ে নাকি আইনস্টাইন ?"

একটা চুরুট ধরিয়ে প্রফেসর বক্সী বলেন ,

-"সবার প্রথমেই আমি অন্য একটা জায়গাতে যেতে চাই , আমার নিজের স্মৃতিতে |"

এই বলে নিজের মনেই গল্প টা শুরু করলেন প্রফেসর |

- " আমি তখন ফাইভ-এ | টিফিনের পর হঠাৎ স্কুলে ছুটির ঘন্টা বেজে উঠলো, তখন ১০ মিনিটও হয়নি ক্লাস শুরু হয়েছে , আমরা হতভম্ব , হেডস্যার ক্লাস এ এসে বলে গেলেন যে , দাঙ্গা বেঁধেছে তাড়াতাড়ি বাড়ি চলে যাও , বাইরে বেরিয়ে লোকজনকে বলাবলি করতে শুনলাম বাজারে কয়েকটা দোকানে আগুন লেগেছে | আমি আর আমার ভাই আর বাকি সবার মতো ছুটলাম নিজেদের বাড়ির দিকে , তাড়াতাড়ি পৌঁছবো তাই শর্টকাটটা ধরেছিলাম, প্রায় পৌঁছে গেছি  এমন সময় পড়লাম একদল দাঙ্গাবাজের সামনে | ৪ জন , তাদের দুজনের হাতে বিরাট বড় দুটো ছোরা, প্রায় তলোয়ারের মতো | আমার গলার মাদুলিটা হাতে নিয়ে দেখে পাশের জনের দিকে তাকালো একবার, তারপর আমাকে আর ভাইকে দুজনে ধরলো | প্রথমজন আমাকে বললো -
"উপরওয়ালাকে স্মরণ করেনে |"
 আমি চোখ বন্ধ করে নিয়েছে হঠাৎ পেছনের গাছগুলোর দিক থেকে বন্দুকের শব্দ, যে দুজনের হাতে তলোয়ার ছিল, দুজনের হাত থেকে অস্ত্র পড়ে গেছে , তারা যন্ত্রণাতে কাতরাচ্ছে , বাকি দুজন খানিক এদিক ওদিক দেখে ছুটে গেলো | সুযোগ বুঝে আমরা দুজন ও দিলাম দে ছুট |

প্রাণে বেঁচে গেলাম কিন্তু জানতে পারলামনা আমাদের প্রাণরক্ষা কে করেছিল, আর তার কি হাল হয়েছিল তারপর | ভাবছি সেটা দেখা দরকার,সেদিন মারা পড়লে আজ এই যন্ত্র টা কি তৈরি হতো?"

 প্রফেসর বক্সী থামলেন | অয়ন খুব মন দিয়ে শুনছিলো, এবার সে উত্তেজিত হয়ে বললো "তাহলে সেখানেই যাওয়া যাক," দুজনে মিলে ন্যাভিগেশন সিস্টেম এ সঠিক লোকেশন টা ফিড করল |

যন্ত্রটা  দেখতে অনেকটা একটা গ্লাস এনক্লোজারের মত, আপাতত দুটো চেয়ার লাগানো আছে, প্রয়োজনে সংখ্যা বাড়ানো সম্ভব| ভেতরে ঢুকে একটা হেলমেট পরে নিলো দুজনেই, হেলমেট এ ইনবিল্ট একটা হেডসেট ও গ্লাস , যেটা অনেকটা VR গ্লাস এর মত, ওরা নাম দিয়েছে TR গ্লাস, টাইমলেস রিয়েলিটি গ্লাস |

হঠাৎ প্রফেসর বক্সী হেলমেট খুলে বাইরে বেরিয়ে গেলেন, ফিরে এলেন একটা কিছু জ্যাকেটের এর ভেতরে ঢোকাতে ঢোকাতে , বললেন,

-" দাঙ্গা র মধ্যে যাছ্ছি সাথে কিছু একটা আত্মরক্ষার জন্য অস্ত্র থাকা দরকার, কি বল? "

অয়ন কিছু বললো না, আসলে সব ঠিক থাকলে তারা ওইযুগে অদৃশ্য হয়ে থাকার কথা , কিন্তু এখনও কিছুই বলা যায়না |

রিমোটটা প্রেস করল অয়ন, আর সাথে সাথেই চোখের সামনে তা কেমন অন্ধকার হয়ে গেলো খানিকক্ষণের জন্য, উত্তেজনায় কাঁপছে দুজনেই , কিছু মুহূর্ত পর তারা দুজনেই নিজেদের আবিষ্কার করল তারা একটা গাছের পেছনে, সামনে একটা রাস্তা, পেছনে পুকুর | ঘড়িতে ২:২০ , প্রফেসর বক্সী বললেন -

" আর খুব বেশি হলে ৫-১০ মিনিট, ঘাপটি মেরে থাকো এখানেই |"

কয়েক মুহূর্ত পেরোলো, দুটো বাচ্চা ছুটে ছুটে আসছে, হঠাৎ সামনে কিছু দেখে থমকে দাঁড়ালো, এবার মঞ্চে অবতীর্ণ হলেন ৪ জন , দুজনের হাতে ধারালো অস্ত্র |

ঠিক যেন ছায়াছবির মত ঘটে যাচ্ছে , ছেলে দুটোর সাথে কিছু কথাবার্তার পর দুজনের কলার চেপে ধরলো দলের নেতা গোছের লোক টা|

প্রফেসর বক্সী বললেন -

" এইবার ! এইবার সে আসবে , এবং নজর রাখো চারিদিকে |"

কিন্তু কেউ এলো না , অয়ন চারিদিকে চোখ বুলিয়ে বলল, "স্যার কেউ তো আসছে না "

-"আসবে, এখনই এল বলে!"

১ মিনিট কেটে গেলো, ২ মিনিট কেটে গেলো | এতক্ষনে সেই অস্ত্রধারী তাদের অস্ত্র তুলেছে , অয়ন তাকালো প্রফেসর এর দিকে , " স্যার এদের তো মেরে ফেলবে |" তার দৃষ্টি নিবদ্ধ ঘটনা যেদিকে ঘটছে সেদিকেই | হঠাৎ সে শুনতে পেলো গুলির শব্দ, সে বলে উঠলো "ওই তো !! কোন দিক থেকে এলো শব্দটা ?" প্রফেসর বক্সীর দিকে ঘুরতেই সেই দেখলো রিভলভার তা থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে, আর বারুদের গন্ধ , সেই রিভলভার তাকে করে মূর্তির মতো দাঁড়িয়ে প্রফেসর |
অব্যর্থ লক্ষ্য, দুজনের  হাত চেপে ধরে বসে পড়লো, অস্ত্র খসে পড়েছে, বাকি দুজন এদিক ওদিক খোঁজার চেষ্টা করছে, প্রফেসর বক্সী তখনও স্থির, চোখের পাতা ফেলতেও ভুলে গেছেন| অন্য দুজন এদিকেই ছুটে আসছে এবার |

অয়ন কালবিলম্ব করল না , রিমোট প্রেস করতেই আবার চোখের সামনে অন্ধকার, আলো ফিরে এল যখন তখন তারা ল্যাবরেটরির মধ্যে পৌঁছে গেছে|

হেলমেট খুলে প্রফেসর বক্সীকে ধরে অয়ন সোফাতে বসলো, প্রফেসর তখন ও চুপ, এবার তিনি হাতের অস্ত্রটা নামিয়ে রাখলেন | চোখে মুখে প্রশ্ন ও বিস্ময় মেশানো এক অদ্ভুত অনুভূতি তাঁর | আরো কয়েক মুহূর্ত   নিস্পলক চোখে  সোজা তাকিয়ে নীরবতা ভেঙে বললেন,
-" তাহলে সে আমিই  ছিলাম !!"

Tuesday, December 18, 2018

আমার লেখা " পরকীয়া" প্রকাশিত হয়েছে বেদান্ত পত্রিকার হিমেল সংখ্যাতে |


http://himelsokal.blogspot.com/2018/11/blog-post_16.html

এগরোলে শেষ কামড়টা মেরে কাগজটা রাস্তার পাশে আস্তাকুঁড়েতে ফেলে রথীনবাবু  এগিয়ে চললেন বাড়ির দিকে| তিনি আজ সকালে গিন্নির  সাথে ঝগড়ার সময় প্রতিজ্ঞা করেছেন যে কাল থেকে আর এগরোল ছুঁয়েও দেখবেননা যতদিন না ওজন অন্তত ৫ কিলো কমাতে পারছেন |
তাই আজ বিকেলে  অফিসফেরত এগরোলটা শেষবারের মত  খেয়ে নিলেন |

বাড়ি ফিরতেই গিন্নি আবার রণমূর্তিতে|

-"পুঁটি কলেজ থেকে ফেরার পথে তোমাকে রোলের দোকানে দেখেছে? কোথায় গেলো প্রতিজ্ঞা?"

-" কি মুশকিল, কাল থেকে ছাড়বো বলেছি তো?"

গিন্নির চোখ  গোল  -" কি সব্বনেশে মানুষ দেখেছ? বয়স হতে চললো তবু নোলা এখন ও কচি খোকার মত !"
হাই কোলেস্টেরল বলে মটন রোলটা আগেই ছেড়েছেন রথীনবাবু, গিন্নির জোরাজুরিতেই আর কি!

কিন্তু পাড়ার নিতাইয়ের দোকানের এগরোলটা ছাড়তে পারছিলেন না| 

ভালোমন্দ খাওয়া - ওটুকুই তো তার জীবনের বিলাসিতা, মদ-সিগারেট-পান কোনোটারই তো নেশা নেই , কিন্তু সে কথা গিন্নিকে বোঝানো কার সাধ্যি | 

এমনিতে রথীন বাবু নির্ঝঞ্ঝাট লোক , বাড়ি-অফিস-বাজারের বাইরে বড় একটা কোথাও যান না |
জীবনটাও প্রায় খোলা খাতার মত, কেবল ওই একটি ব্যাপার ছাড়া , যার খবর তাঁর গিন্নি বা অন্য কেউ এখনও ঘুনাক্ষরেও টের পায়নি, পেলেই যে সর্বনাশ সে আর বলতে?

কালও কাজের ছুতোতে সন্ধ্যেবেলাতে অফিস থেকে সেখানে গিয়েছিলেন |

সপ্তাহে অন্তত এক দুবার সেই ঠিকানায় তার যাওয়া চাই, তিনি নিজেও জানেন এটা ঠিক নয়, এই বয়েসে এইসব ঠিক হয়তো নয় | বয়স তো কম হলোনা ! মেয়ে কলেজে পড়ছে |
কিন্তু গতবার পুজোর সময় যখন তিনি প্রথম সেখানে গেলেন তারপর থেকে প্রেমে পরে গেছেন |
এই  নিষিদ্ধ লালসার হাতছানি এড়িয়ে যাওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠেছে ,আকর্ষণ অমোঘ হয়েছে ক্রমে |

তাকে দুশ্চরিত্র কেউ বলবেনা বা দুঃসাহসীও নয়| বৌ কে তিনি সমীহ করেই চলেন, আর মেয়েটাও হয়েছে সেরকম, এক্কেবারে মায়ের কাৰ্বন কপি | বৌ মেয়ের জেরার সামনে পড়লে অসহায়ের মত সব কথাই গড়গড় করে বলে ফেলেন তিনি, কিভাবে এই একটা কথা গোপন রেখেছেন তিনি ই জানেন |

দিন কয়েক পর বিকেলে অফিসের বড়বাবু একটু আগে বেরিয়ে যাওয়াতে রথীনবাবুর মনের ভেতর থেকে নিশির ডাকের মত সেই নিষিদ্ধ প্রেমের হাতছানি আবার উজ্জীবিত হয়ে ওঠে | বুঝলেন এই সুযোগ, আজ তাড়াতাড়ি  বেরিয়ে পড়া যাক, সেক্ষেত্রে বাড়ি পৌঁছতেও বেশি দেরি হবেনা| রাস্তাটা বাড়ির রাস্তার থেকে একটু ঘুরপথে হয়, তাই একটু আগে থাকতে বেরানো ভালো | বাড়ি ফিরতে বিশেষ দেরি হবেনা |

বাইরে বেড়িয়েই দেখেন ওই রুটের বাসটা আসছে,তিনি তাতে চট করে উঠে পড়লেন| এখনও ৫ টা বাজেনি তাই ভীড় এখনও অত নেই, জানলার পাশে বসার চমৎকার জায়গা পেয়ে গেলেন তিনি|
না,আজ তার ভাগ্যটাই ভালো | 

মনে তাঁর তীব্র উত্তেজনা, যেটা তিনি সব সময়ই  টের পান আশু সাক্ষাতের সম্ভবনায়, অন্য কেউ শুনলে হয়তো বলবে বুড়ো বয়েসে ভীমরতি কিন্তু তাতে কিছু যায় আসেনা তার|

আরে মশাই বুড়ো হচ্ছি বলে কি মানুষের জীবনে কোনো স্বাদ আল্হাদ থাকবেনা নাকি? আর জীবনে চুপি চুপি যেকোনো কাজ করার মজাটা খালি ছেলে ছোকরার দল কেন উপভোগ করবে? তিনিও পারেন | তবে তিনি সদা সতর্ক থাকেন, যদি চেনা কেউ এই রাস্তায় দেখে  ফেলে বা গিন্নি কিছু টের পায় তবে  চিত্তির! আর নিস্তার নেই |

গিন্নি এন্ড কো: যে একেবারে সন্দেহ করেনা তা নয়, তিনি যে মাঝে মধ্যেই অফিসে কাজ আছে বলে দেরি করে বাড়ি ফেরেন সে ব্যাপারে গিন্নির ভ্রু কুঞ্চিত হয় এটা  তিনি দেখেছেন, বিশেষত বছরের এই সময় তার সাধারণত কাজের চাপ অত বেশি থাকেনা একথা মিস মার্পলের অজানা নয়। 
হ্যাঁ, তিনি গিন্নিকে এই নামেই ডেকে থাকেন তার গোয়েন্দাগিরির জন্য।
এখনও যুৎসই প্রমান হাতে কিছু আসেনি বলে চুপ আছে, নইলে কি লঙ্কাকান্ড ঘটবে ভাবলেই রথীন বাবুর হৃৎস্পন্দন একলাফে অনেকটা বেড়ে যায়। 

কিন্তু এই কাজের চাপ, সংসারের অশান্তি এই সব কিছু থেকে মুক্তি পেতেই তাঁর এখানে আসা। 
জীবনানন্দকে জীবনে  দুদণ্ড শান্তি পাওয়ার জন্য যেমন বনলতা সেনের নাটোরে  যেতে হয়েছিল, তেমনি রথীন বাবু এখানেই আসেন, ওই শান্তি পেতে |
এইসব সাতপাঁচ ভাবতে ভাবতেই বাস নির্ধারিত স্টপে এসে দাঁড়াল।
তড়িঘড়ি করে বাস থেকে নেমে পাশের গলিটার দিকে চট করে এগোলেন, ওই গলি দিয়ে একটু এগোলেই বামদিকে তৃতীয় দরজাটা | যাতে কেউ দেখতে না পায় তাই এই তৎপরতা |

ভেজানো দরজাটা ঠেলে ঢুকে পড়লেন রথীন বাবু |

তাঁর আর তর সইছেনা | তিনি অপেক্ষাতে বসে আছেন সেই পরিচিত চেয়ারটাতে, আর খালি সামনের দরজার দিকে উঁকিঝুকি মারছেন, চাহনিতে অস্থিরতা, কখন আসবে সে!! তাঁর ঠোঁট স্পর্শ করবে তার মোলায়েম কিন্তু মুচমুচে শরীরটাকে|

অবশেষে সে এল, মুগ্ধ চোখে রথীনবাবু তাকালেন তার দিকে-

সাদা ধবধবে প্লেটে রাখা মটন কবিরাজি কাটলেট আর সাথে কাসুন্দি ও শসা-পেঁয়াজের স্যালাড | টেবিলের পেছনের দেওয়ালের ব্যানারটাতে লেখা-

"শরৎ কেবিন"
- আমাদের কোনো শাখা নেই

Thursday, October 25, 2018

মুড়ি,তেলেভাজা ও অদ্ভুতুড়ে গল্প



বৃষ্টি নামল ঝম ঝম করে | আকাশ পুরো অন্ধকার করে |
আগস্ট মাসের সন্ধ্যে | তার উপর শুক্রবার |
সপ্তাহান্তে ভর সন্ধ্যের এই বৃষ্টি এমনিতেই বেশ একটা আমেজ তৈরি করে , তার সাথে যদি বাল্য বন্ধু বহুদিন পর বাড়িতে উপস্থিত হয় তাহলে তো সোনায় সোহাগা | তাই আজ সন্ধ্যের আড্ডাটা  বেশি জমে উঠল |
রূপম অফিসের কাজে বেঙ্গালুরু এসেছিলো,আসার আগেই আমাকে ফোন করেছিল , দীর্ঘ ৪-৫ বছর আমাদের মুখোমুখি সাক্ষাৎ নেই, যা কথা বার্তা ওই সোশ্যাল মিডিয়াতেই | আমি সাফ বলে দি যে কাজ কর্ম সেরে সেদিনই ফেরার কোনো সম্ভবনা নেই, শুক্রবারের সন্ধ্যেটা আমার গরীবগৃহে কাটিয়েই যেতে হবে |
সে আপত্তি করেনি |শুক্রবার কাজ শেষ করে রাত্রিটা আমাদের বাড়িতে কাটিয়ে শনিবার  সকালে ফেরার টিকিট করে রেখেছে |

বৃষ্টিটা নামার আগেই আমরা বাড়ি ফিরেছি, ফেরার পথে রূপম কেও ওর অফিসএর সামনে থেকে তুলে না আনলে আজ ওর কপালে দু:খ ছিল, এই বাদলাতে ক্যাব পাওয়া যে সোজা কথা নেই সে কথা কারো অজানা নয় |
দেবারতি ও আজ অফিস থেকে ফিরেছে আগেই, মেঘ দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল | আমরা এসে একটু মুখ হাত ধুতে না ধুতেই দেখি চা সাথে গরম গরম ফুলুরি আর তেল চপচপে মুড়ির বাটি |দেখেই তো রূপম চোখ চকচকে , আমার ও | বললাম -এ হল বর্ষার সন্ধ্যের আদর্শ জল খাবার , এর সাথে ভূতের গল্প হলে জমে যেত |
রূপম হাসল, বলল ভূতের কিনা জানিনা তবে আমার স্টকে এক খান গল্প আছে যেটা আজকে ভালো মানাবে, শুনবি?
আমি নড়েচড়ে বসলাম, দেবারতি ও |
এখানে বলে রাখি, আমি, দেবারতি আর রূপম একই কলেজ থেকে পাস করেছি আর তাই আগে থেকেই আমার বন্ধুদের অধিকাংশ জনকেই ভালো ভাবে চেনে দেবারতি |
রূপম আমার সাথে স্কুলেও পড়তো |
কলেজে পড়ার সময়ও দারুন গল্প বলিয়ে হিসেবে রূপমের বেশ প্রভাব ছিল | তাই রূপম গল্প শুরু করবে বলতেই দুজনেরই চোখ চক চক করে উঠল |
একটু অবাক ও হলাম বটে , ভূতের ব্যাপারে রূপম চিরকালই  ভীতু গোছের | তাই ভূতের গল্প ওর মুখে শোনা অনেকটা ভূতের মুখে রামনাম শোনার মতো |
এটাই ভাবছি তখন রূপম নিজেই বলে উঠলো - "ভাবছিস তো যে আমি আর ভূতের গল্প ?"
 আমি একটা সম্মতিসূচক হাসি হাসলাম |
রূপম একটু হাসল | গল্প শুরু হল আর আমরাও মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম চেয়ে চুমুক দিতে দিতে|
---
"বছর পনেরো আগের কথা, আমি তখন দিল্লিতে |সেবার যখন সৌমেন্দুর বিয়েতে বহরমপুর গেছিলাম, সেবারে তোরা তো গেলিনা, সদ্য বিয়ের পর আর ছুটি পাবিনা বলে | যাই হোক আমি গেলাম | সেই ক্লাস টেন দিয়ে যে বহরমপুর ছেড়েছি আর যায়নি | সময়টা এপ্রিল, অফিস থেকে লাঞ্চ সেরে বেরিয়ে গেলাম ফ্লাইট ধরতে, তখন এত এয়ারলাইন্স ছিলনা , ফ্লাইটের অপসন ও কম | দুপুর দুটোর  ফ্লাইট, পৌঁছে ভাগিরথী  ধরবো এরকম পরিকল্পনা , কিন্তু বিধি বাম |
প্রথমে টেকনিক্যাল কারণে ফ্লাইটে দেরি হল , তারপর কলকাতা এয়ারপোর্টে রানওয়ে পেতে দেরি হওয়াতে চক্কর টক্কর মেরে যখন ফ্লাইটে নামল তখন সূয্যি অস্ত গেছে | এয়ারপোর্ট এ পৌঁছে দেখি ঘড়িতে ছটা দশ |
ভাগীরথী এক্সপ্রেস হাতছাড়া, একটা উপায় কাল সকালের লালগোলা প্যাসেঞ্জের , কিন্তু ভাবলাম একটা গাড়ি করে নি, রাতেই পৌঁছে যাবো | কিন্তু তখন স্মার্টফোনেও নেই, ইন্টারনেট দিয়ে ক্যাব বুক করার সুবিধে ও নেই | স্মার্টফোন ভুলে যা, তখন ও কলকাতার বাইরে বেরোলে সিগন্যাল পাওয়া ও যেতনা, BSNL  ছিল একমাত্র ভরসা, ভাগ্যি আমার BSNL  ছিল | যাই হোক গল্পে আসি |আমার এক বন্ধু, কলকাতার ছেলে, বেশ করিৎকর্মা , আগে আমার সাথে ভোডাফোনে চাকরি করতো, একসাথে সিগারেট খেতাম , তারপর বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল | নাম বিশ্বজিৎ ,  তাকে  ফোন করলাম | সে যদি কোনো গাড়ি জোগাড় করতে পারে |
- "আরে তুই? হঠাৎ কি মনে করে?"
তাকে সব খুলে বললাম |
-" হুম , প্রয়োজনে মনে পড়েছে |"
-"একটা কিছু কর ভাই |"
-:ঠিক আছে দেখছি দাঁড়া, কলব্যাক করছি |"
ফোন টা কেটে একটা সিগেরেট ধরালাম , ৫ মিনিট বাদে একটা অচেনা নম্বর থেকে ফোন এল|

-" রূপম বাবু বলছেন ? আমাকে বিশ্বজিৎদা বললো আপনার একটা গাড়ি দরকার |"
-" পাওয়া যাবে? "
-" আপনার ভাগ্য ভালো, অন্য একটা ট্রিপ এই আধঘন্টা আগে ক্যানসেল হল , অ্যাম্বাসেডর গাড়ি চলবে ?"
-"চলবে কি মশাই , দৌড়োবে |"
এরপর টাকা পয়সা নিয়ে কথা সেরে আমি গাড়ির নম্বরটা লিখে নিলাম , আর বললো ড্রাইভার ফোন করবে | এক ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাবে গাড়ি |
আমি হাতে চাঁদ পেলাম , ভাবলাম সময় আছে , এখানে কিছু খেয়ে নি, তাহলে রাস্তাতে বিশেষ দাঁড়াতে হবেনা |
পেটপুজো সেরে একটা সিগেরেট ধরিয়েছি , ড্রাইভার এর পাত্তা নেই, হঠাৎ ফোন টা বেজে উঠল , ড্রাইভার |
-" স্যার , একটু এক্সিডেন্ট হয়েছিল , একটু দেরি হল| আপনি কোনখানে দাঁড়িয়ে ?"
আমার অবস্থানটা জানিয়ে লাগেজ গুলো নিয়ে রাস্তার সামনে দাঁড়ালাম |
গাড়ি চলে এল , উঠে তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম |

ড্রাইভার কে জিজ্ঞেস করলাম - " তোমার নাম কি?"
-"আজ্ঞে রতন "|
একটু খেজুরে আলাপের চেষ্টা করলাম, রতন কে বেশি আগ্রহী মনে হল না, তাই আমি ও চুপ মেরে গেলাম |

ঘন্টা দেড়েক এগোতেই বিপত্তি , দেখি পশ্চিম আকাশ কালো করে আসছে , ঠান্ডা হাওয়া বইতে লেগেছে , দ্রুত সেটা ঝড়ে পরিণত হল - কালবৈশাখী |

 তারপর শুরু হল বৃষ্টি , ফাঁকা হাইওয়েতে তুমুল বৃষ্টি যে কি জিনিস আগে দেখিনি |
ড্রাইভার কে বললাম "এতো বৃষ্টিতে গাড়ি চালিওনা, একটু দাঁড়িয়ে যাও "
-"স্যার এইখানে প্রচুর গাছ দাঁড়ানো সেফ হবেনা, আরেকটু এগোলে একটা ধাবা আছে , ওখানে দাঁড়াবো বরং |"
আরো দশ মিনিট পর গাড়ি থামলো, বৃষ্টির বেগ আরো বেড়েছে, তবে ঝড়টা কমেছে , কিন্তু এখানে এসে শুনলাম বেশ খানিক্ষন দাঁড়াতে হবে, সামনে গাছ ভেঙে পড়েছে রাস্তার উপর, বৃষ্টি না কমলে সেটা সরানো যাবেনা | ওখানে বেশ খানিকখন কাটালাম, চার পাঁচ কাপ চা আর বেশ কয়েকটা গোল্ড ফ্লেক ধ্বংস করতে করতে বৃষ্টি থামলো , ধাবার মালিক বললো
-" রাস্তা ক্লিয়ার হলে এগোবেন, মাঝ রাস্তায় দাঁড়ানোর চেয়ে এখানেই থাকুন |"

আমি ও ভাবলাম সেটাই ভালো, রুটি আর ডিম তড়কা সহযোগে নৈশাহারটা মন্দ হলনা, রতন কেও খেতে বললাম, কিন্তু সে বললো সে খাবেনা, তার খিদে নেই, আমি আর কথা বাড়ালাম না | আবার গাড়ি স্টার্ট করলাম , রাত প্রায় ৯ টা , আরো প্রায় ৩ ঘন্টার রাস্তা, বদলা দিনে বেশি ও হতে পারে |

এগিয়ে গিয়ে দেখি গাছ সরানো হয়ে গেছে , কিন্তু জ্যাম ভালোই আছে, সবাই ই বেরোনোর চেষ্টা করছে, আরো এক ঘন্টা লেগে গেলো ওখান থেকে বেরোতে |
ভাবলাম সৌমেন্দু কে ফোন করে দি দেরি হচ্ছে বলে , কিন্তু কলকাতা ছাড়ার পর সিগন্যাল কোথাও ও ঠিকঠাক পারছিনা, জানিনা ঝড়ের জন্য অন্য কোনো বিপত্তি কিনা |
জানিনা কখন একটু চোখ লেগে এসেছিল | হঠাৎ চটকা ভাঙল একটা sms  এর শব্দে |
আর sms টা ঘুম চোখে দেখে আমার চোখ কপালে উঠল | আমি ৩ বার পড়লাম , আর এই বর্ষা ভেজা শীতল হাওয়াতেও প্রথমে ঘামতে লাগলাম, তারপর একটা শীতল স্রোত বয়ে যেতে লাগলো মেরুদন্ড দিয়ে | বুঝতে পারলাম আমি জ্ঞান হারাচ্ছি | "

এই পর্যন্ত বলে রূপম একটু থামলো |

এইখানে গল্পের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে আমি আর দেবারতি একসাথে জিজ্ঞেস করলাম , "তারপর ? কি ছিল sms  এ?"

রূপম আবার হাসল , শুরু করল তার গল্পের শেষাংশ |

কতক্ষন অজ্ঞান ছিলাম জানিনা, যখন জ্ঞান ফিরল আমি বহরমপুর বাস স্ট্যান্ডের বাইরে একটা বেঞ্চে শুয়ে আছি , সুটকেস পাশে রাখা | উঠে ভাবলাম আমি কি স্বপ্ন দেখেছি? দ্রুত মোবাইলটা বার করে sms  টা দেখলাম, দেখলাম কোনো ভুল নেই, সেই sms এখন ও ইনবক্সে |

" রূপমবাবু, আপনাকে আমি ক্রমাগত ফোন করার চেষ্টা করছি কিন্তু খালি নট রিচেবল  পাচ্ছি, তাই sms করলাম | দুঃখিত আপনাকে গাড়ি পাঠাতে না পাড়ার জন্য , গাড়িটা যখন আপনাকে পিক আপ করতে যাচ্ছিল তখন পথে দুর্ঘটনা ঘটে ও চালকের সেখানেই মৃত্যু হয় | আশা করি আপনি অন্য ব্যবস্থা করতে পেরেছেন |"
 গল্প শেষ হল , আমার আর দেবারতি দুজনের চোখে মুখে অবিশ্বাস , বললাম -
"গুল মারছিস !"
- "একবর্ণ ও নয় " রূপম বলল, তবে গল্প এখানে শেষ নয় |
"শেষ নয় ?" - আঁতকে উঠে বলল দেবারতি
"উঁহু পিকচার অভি বাকি হে মেরে দোস্ত |"
রূপম বলে চলল -
" একবার ভাবলাম  বিশ্বজিৎকে ফোন করি , কিন্তু আমাকে ভীতু বলে আরো কত আওয়াজ দেবে এটা মনে হওয়াতে মন বদলালাম। কিন্তু মাথাটা কাজ করছেন।|
 এমন সময় ফোনটা বেজে উঠল, ট্রাভেল এজেন্ট এর ছেলেটার নম্বর। কাঁপা হাতে ফোন ধরলাম - "হ্যালো!!"
উল্টোদিক থেকে বিশ্বজিতের গলা ভেসে এল, "গাড়ি পেলি? আর তারপর বিকট হাসি, হতভাগা, আমাকে তো কাজ না থাকলে মনে পড়েনা, তাই এটুকু শাস্তি দিলাম। যায় হোক, দু হাজার টাকা ভাড়া আমি দিয়ে দিয়েছে, আমার account-এ জমা দিয়ে দিস।"

 একসাথে হো হো করে হেসে উঠলাম তিনজনেই |