Friday, July 1, 2016


     || পথ চলাতেই আনন্দ ||

নদীর গর্ভে বিলীন  দিন গুলো
কালের ভাঙ্গন রুখবে কোন বাঁধ !
আমাদের  ছুঁয়ে স্বপ্নেরা পাখা মেলো
পথ চলাতে মিটলো সকল সাধ |

উড়তে গেলে পাখারা ক্লান্ত হবেই
ঠোঁটে আমি তাই নিয়েছি খড়কুটো
ঘর বেঁধেছি মনের ভেতর কবেই
আজকে জিরোবো আমরা ক্ষণ দুটো |

একটা দুটো তিনটে এমনি করে
শীত পেরিয়ে বসন্ত এলো ঘিরে ,
দশটা শীতের  বিষন্ন পাতা ঝরে
নব পল্লব আলো করে এলো  নীড়ে |

চলেছি আমরা, থামবোনা কারো খোঁজে ,
আসুক তুফান, আসুক যতই বাণ,
ঘাসের সুবাস  বুকের ভেতর গুঁজে
দশক পেরোলো , পথ তবু অফুরান |

No comments:

Post a Comment