Wednesday, October 14, 2009

pather dhare darhiye thaka se lokta..

||ঘরে ফেরা ||
পথের ধারে  দাঁড়িয়ে  থাকা সে লোকটা..
রোজকার মত  আজ ও, বাস স্টপ  এ..
বৌকে হয়ত এসেছিল বলে
মাইনে নিয়ে ফিরবে তাড়াতাড়ি !!

রাস্তা দিয়ে ধেয়ে আসা সে বাস টা...
রোজকার  মত আজ ও .. আসছিল  ধেয়ে !
আসছিল  স্টপ  তাতে
নিজের এ খেয়ালে... রোজকার  মতই

রোজ এ লোকটা দাঁড়ায় পথের ধারে..
রোজ ই বাসটা আসে রাস্তা ধরে
আজ ও লোকটা ছিল...
আজ ও  বাস টা  এল...
তবে রাস্তাতে নয়...
বাসস্টপের ফুটপাথ টাতে..

পথের ধারে দাড়িয়ে থাকা সে লোকটা..
রোজকার মত আজও  ছিল বাসস্টপে..
রোজ সে ফেরে অফিস থেকে ঘরে..
ধেয়ে আসা সে বাসটাতে চড়ে..
মর্গের ঘরে শুয়ে থাকা সেই লোকটা |

1 comment:

  1. khoob koshto hoche pore....manei tumar purpose solve..will follow da blog,

    shweta

    ReplyDelete