Monday, September 8, 2014



  জীবন
          ~অরিন্দম
দিনের অপমৃত্যু হলে 
রাত্রিরা করে চিত্‍কার |
ঘিরে ধরে কুয়াশারা
চাপ চাপ গাঢ় অন্ধকার |
ঝাড়বাতি জ্বলে তবু
আলো কোত্থাও নেই,
আঁধারের জাল ফেলে
মৃত্যু কি আসবেই
মৃত্যুজাল ছিঁড়বে কে
জোনাকিরাও তো উধাও!
ভোরের কবিতা লেখো
(
যদি) পথ পেতে চাও |

No comments:

Post a Comment